• রবিবার ভোর থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সাঁতরাগাছি স্টেশনের সামনে নির্মীয়মাণ এলিভেটেড করিডরে ‘স্টিল পোর্টাল বিম’ প্রতিস্থাপন হবে। সেই সঙ্গে দ্বিতীয় হুগলি সেতুতে কেবল বদলের কাজও হবে। এর জন্য কাল অর্থাৎ রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়ে। কোনও ধরনের যান চলাচল হবে না এই সময়ে। ইতিমধ্যে এই সংক্রান্ত একটি নোটিস জারি করেছে হাওড়া সিটি পুলিস। তাদের তরফে জানানো হয়েছে, এই সময় দ্বিতীয় হুগলি সেতুর বদলে নিবেদিতা সেতু ও হাওড়া ব্রিজ ব্যবহার করা যাবে। ডানকুনি বা কোলাঘাট থেকে কলকাতার দিকে যেতে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। জাতীয় সড়ক থেকে হাওড়ায় ঢুকতে গেলে কোনা এক্সপ্রেসওয়ের বদলে সলপ মোড় থেকে হাওড়া-আমতা রোড, আলমপুর রোড ও আন্দুল রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে গাড়িগুলি। কোনা এক্সপ্রেসওয়ের পরিবর্তে ব্যবহার করা যাবে জি টি রোড। রবিবার রাত ৯টার পর থেকে দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হবে। তবে সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর জন্য যাত্রীদের কোনও ভোগান্তি হবে না বলেই আশ্বস্ত করেছে পুলিস। হাওড়া সিটি পুলিসের ডিসি (ট্রাফিক) সুজাতা কুমারী বীণাপানি বলেন, ‘আপৎকালীন ক্ষেত্রে অ্যাম্বুলেন্স সহ কিছু গাড়িকে ছাড় দেওয়া হতে পারে। যাঁরা সাঁতরাগাছি স্টেশনে যাবেন, তাঁদের জন্য কোনা এক্সপ্রেসওয়ের পাশে সার্ভিস রোড খোলা থাকবে।’ 
  • Link to this news (বর্তমান)