• মোদীর সফরে কিছু ক্ষণ বন্ধ বাস-অটো, ভোগান্তি
    আনন্দবাজার | ২৩ আগস্ট ২০২৫
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে তিন মেট্রোপথে পরিষেবার সূচনা ও দমদম কেন্দ্রীয় সংশোধনাগারের মাঠে তাঁর জনসভা ঘিরে যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যারাকপুর এবং বিধাননগর পুলিশ কমিশনারেট বিশেষ পরিকল্পনা করেছিল। শুক্রবার সেই পরিকল্পনা উতরে গেলেও অনুষ্ঠানের কিছু ক্ষণ আগে থেকে শুরু করে তা শেষ হওয়ার পরে কিছু সময় পর্যন্ত নিত্যযাত্রীদের একাংশ দুর্ভোগে পড়লেন। এ দিন দুপুর পর্যন্ত ভিআইপি রোড, যশোর রোডে যান চলাচল স্বাভাবিক থাকলেও প্রধানমন্ত্রী আসার কিছু আগে নাগেরবাজার থেকে বিমানবন্দরের এক নম্বর গেট পর্যন্ত অংশে যান নিয়ন্ত্রণ শুরু করে পুলিশ। বন্ধ করা হয় বাস ও অটো চলাচল। চোখে পড়েনি ট্যাক্সি বা অ্যাপ-ক্যাবও।

    এর কিছু পরে প্রধানমন্ত্রীর কনভয় বিমানবন্দর থেকে যশোর রোড মেট্রো স্টেশনের দিকে আসার সময়ে যান নিয়ন্ত্রণ করা হয় ভিআইপি রোডে। এর জেরে আটকে পড়েন অসংখ্য মানুষ। নাগেরবাজার মোড়ে বিমানবন্দরমুখী লেনে বহু যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

    আড়াই নম্বর গেট সংলগ্ন এলাকার এক বাসিন্দা সুমিতা সাহা জানান, তাঁকে ওই পথেই ফিরতে হবে। তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বিশরপাড়ার বাসিন্দা উত্তম দত্ত দক্ষিণ দমদম পুর হাসপাতালে চিকিৎসার জ‌ন্য এসেছিলেন। বিকেলে বেরিয়ে ট্যাক্সি বা বাস কিছুই পাননি। অফিসযাত্রীদের অনেককে দেখা যায় হেঁটে বা টোটোয় যত দূর যাওয়া সম্ভব, সেই পথে যেতে।

    এ দিন দুপুর থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা মিছিল করে, বাসে ও গাড়িতে সভায় যোগ দেন। তাঁদের গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা করা হয়েছিল। তবে, দমদমের ঘিঞ্জি জায়গা দিয়ে অত গাড়ি ও বাস বেরোনোর সময়ে চাপ পড়ে অন্য যানবাহন চলাচলে। এরই সঙ্গে দেখা যায়, সভায় আসা সমর্থকেরা খাওয়াদাওয়ার পরে রাস্তার ধারেই ফেলেছেন প্লাস্টিকের পাত্র। সেই পথেই আসেন প্রধানমন্ত্রী। যা দেখে স্থানীয়দের প্রশ্ন, যাঁরা স্বচ্ছতার কথা বলছেন, তাঁরা নিজেরা সচেতন না হলে সেই পরিকল্পনা সফল হবে কী ভাবে?
  • Link to this news (আনন্দবাজার)