• ‘আলোচনায় না থাকলেও সব সময় পাশে আছি’, নতুন কমিটির বৈঠকে অনুপস্থিতির কারণ দর্শালেন রাজ?
    আনন্দবাজার | ২৩ আগস্ট ২০২৫
  • বাংলা ছবির প্রাইম টাইম শো নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে গত সপ্তাহে যখন বৈঠকে বসেন বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা, তখনও অনুপস্থিত তিনি। বৈঠকের পর গঠিত হয় নতুন কমিটি। সেই কমিটিতেও নাম নেই তাঁর। পুজোর আগে সেই নতুন কমিটির (সিনেমা স্ক্রিনিং কমিটি) প্রথম বৈঠক ছিল বৃহস্পতিবার। সেখানেও অনুপস্থিত প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী! বাংলা ছবির উন্নতির স্বার্থে একজোট টলিউড। কিন্তু কেন রাজকে একটি বৈঠকেও দেখা যাচ্ছে না? বিধায়ক-প্রযোজক-পরিচালককে প্রশ্ন করেছিল আনন্দবাজার ডট কম। রাজের উত্তর, “আলোচনায় না থাকলেও ইন্ডাস্ট্রির পাশে সব সময় আছি।”

    প্রথম বৈঠকের পর একটি নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। তাতে বলা হয়, প্রত্যেক বাংলা ছবিকে প্রেক্ষাগৃহ এবং প্রাইম টাইম শো দিতে হবে। পাশাপাশি এ-ও ঠিক হয়, ইম্‌পার সভাপতি পিয়া সেনগুপ্তের নেতৃত্বে নতুন কমিটি প্রযোজক-পরিচালক-পরিবেশকদের সঙ্গে বসে ছবিমুক্তির দিন, সময় নির্ধারণ করবে।

    এত কিছু ঘটে যাচ্ছে বাংলা ছবির স্বার্থে, অথচ রাজ প্রত্যেক বার অনুপস্থিত। স্বাভাবিক ভাবেই কৌতূহল তৈরি হয়েছে সাধারণের মনে। এ প্রসঙ্গে রাজের কৈফিয়ৎ, “একা হাতে অনেক কিছু সামলাতে হয়। ফলে, ইচ্ছে থাকলেও সবসময় সময় বের করতে পারি না। এই কারণেই আমায় ক’দিনের বৈঠকে দেখা যায়নি।”

    উদাহরণ হিসাবে রাজ জানান, ব্যারাকপুর তাঁর নির্বাচনী কেন্দ্র। সেখানে টানা কয়েক দিন তাঁকে উপস্থিত থাকতে হয়েছে। পাশাপাশি, নতুন প্রতিভার খোঁজে সাত দিনের একটি কর্মশালার আয়োজন করেছেন। দেবাশিস রায়ের তত্ত্বাবধানে সেখানে এই প্রজন্মের পরিচিত মুখ রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্য, অভীকা মালাকারের পাশাপাশি নব্যরাও যোগ দিচ্ছেন। সে সবও দেখভাল করতে হচ্ছে তাঁকে। সব মিলিয়ে প্রচণ্ড ব্যস্ত তিনি।

    যদিও টলিপাড়ায় গুঞ্জন, ‘আবার প্রলয় ২’-এর শুটিং শুরু হবে শীঘ্রই। তারই কর্মশালার আয়োজন করেছেন তিনি।

    এত কিছু সামলেও তিনি টলিউডের ভাল-মন্দে আছেন, দাবি তাঁর। রাজের কথায়, “একটা কেন, কাজের চাপ থাকলে একাধিক বৈঠকে যোগ দিতে না-ও পারি। তার মানে এই নয়, আমি ইন্ডাস্ট্রির পাশে নেই। প্রত্যক্ষ বা পরোক্ষ— সব ভাবেই আমি টলিউডের পাশে। আমার কাছে ইন্ডাস্ট্রি মন্দির। টলিউডের উন্নতি মানে একা আমার নয়, আমাদের উন্নতি।”

    তাঁর আগামী কাজের প্রসঙ্গ তোলা হলে, তারও জবাব দেন প্রযোজক-পরিচালক। জানান, তাঁর ‘আবার প্রলয় ২’-এর শুটিং হয়তো এ বছরেই শুরু হবে। তার প্রস্তুতি চলছে। বড়পর্দায় নতুন ছবি আনার পরিকল্পনাও রয়েছে তাঁর।
  • Link to this news (আনন্দবাজার)