• সক্রিয় ও কর্মক্ষম নেতৃত্বকেই সামনে চাইছে শাসকদল
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • এই সময়, বাঁকুড়া: ২০২৬–এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে তিনি কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে সাংগঠনিক রোডম্যাপ ঠিক করা নিয়ে অভিষেক সাফ বলেন, ‘পারফরম্যান্স ভালো না–হলে পদে থাকা যাবে না। সক্রিয় ও কর্মক্ষম নেতৃত্বকেই সামনে আনা হবে।’ সূত্রের খবর, এ দিনের বৈঠকে জেলার নেতাদের নরমে–গরমে বার্তা দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ইঙ্গিত দিয়েছেন রদবদলেরও।

    এ দিনের বৈঠকে বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহারদের সঙ্গে ছিলেন দুই সাংগঠনিক জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান, যুব সভাপতি, মহিলা সংগঠনের সভানেত্রী এবং শ্রমিক সংগঠনের সভাপতিরা। আলোচনায় উঠে আসে বড়জোড়া ব্লকের অবস্থা। বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর লোকসভা ভোটে সেখানকার ১৯৭টি বুথের মধ্যে প্রায় ৪০টি বুথে তৃণমূল ৫০ শতাংশেরও কম ভোট পেয়েছে।

    এ ব্যাপারে অভিষেকের কড়া নির্দেশ, ‘নিজেদের বুথে হেরে যাওয়া ব্লক সভাপতিদের অবিলম্বে পরিবর্তন করতে হবে।’ সংগঠনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এ ব্যাপারে প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বাঁকুড়া শহরের একাধিক ওয়ার্ডে সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠীদ্বন্দ্বও উঠে এসেছে এ দিনের বৈঠকে। বাঁকুড়া শহরে অবিলম্বে সংগঠনকে শক্তিশালী করতে নির্দেশ দেন অভিষেক। আবার সোনামুখীতে গত বছর লোকসভা ভোটে বিজেপি এক শতাংশের কম ব্যবধানে এগিয়ে। ‘এই সামান্য ব্যবধানই ভবিষ্যতে বড় ভূমিকা নেবে’ বলে অভিষেক সতর্ক করে দেন— এমনটাই খবর তৃণমূল সূত্রের।

    বৈঠক শেষে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত বলেন, ‘২০২৬–এর বিধানসভা ভোটকে সামনে রেখেই সাংগঠনিক আলোচনা হয়েছে।’ দলের বাঁকুড়া জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের বক্তব্য, ‘দলকে শক্তিশালী করতেই বৈঠক ডাকা হয়েছিল।’ তিনি জানান, প্রতিটি ব্লক ধরে আলোচনা হয়েছে, এর পরে সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • Link to this news (এই সময়)