খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরোবেন না, এই জেলাগুলিতে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা ...
আজকাল | ২৩ আগস্ট ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নিম্নচাপের জের। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। শুক্রবারও যা ছিল অব্যাহত। শনিবারও কলকাতা সহ জেলায় জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই আকাশ কালো করে রয়েছে। একাধিক জায়গায় শুরুও হয়ে গিয়েছে বৃষ্টি।
একে অমাবস্যা। তার ওপর নিম্নচাপের জেরে উত্তাল সাগর। ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোটালে সমুদ্র ও নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। শনিবার কলকাতা, হুগলি সহ ১০ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে শনিবার। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর নিম্নচাপটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০–৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন।
অন্যদিকে, রবিবার বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। পর্যটকদের সমস্যা বাড়ার তীব্র আশঙ্কা।
যা পরিস্থিতি তাতে আগস্ট মাসের শেষলগ্নেও দুর্যোগের ঘনঘটা বাংলায়। একটানা ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আবারও ঘূর্ণাবর্তের জেরে অশনি সংকেত রয়েছে। রোদের দেখা মিলছে না টানা কয়েকদিন।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাব রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। ফলে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে সরছে সক্রিয়ভাবে। এর প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। সমুদ্র উত্তাল থাকবে।
এদিকে আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।