• কলকাতা সহ ১০ জেলায় অতিভারী বৃষ্টির 'অ্যালার্ট', নিম্নচাপের সঙ্গে অমাবস্যায় কোটালে বাড়বে জলস্তর
    আজ তক | ২৩ আগস্ট ২০২৫
  • একে অমাবস্যা, তার ওপর নিম্নচাপে ব্যাপক উত্তাল সাগর। ভারী বৃষ্টিপাতের সঙ্গে কোটালে সমুদ্র ও নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। আজ কলকাতা, হুগলি সহ ১০ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধাজ্ঞা রয়েছে। প্রবল দুর্যোগপূর্ণ দিন হতে চলেছে আজকের দিনটি। জানুন কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

    কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
    আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসগারের উপর নিম্নচাপটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে দুর্যোগের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। এদিন উত্তর ! দক্ষিণবঙ্গের সবজেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। তবে কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ অতিভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। 

    রবিবার বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

    উত্তরবঙ্গের আবহাওয়া
    শনিবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বাড়তে পারে। ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর বাড়বে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নীচু এলাকা প্লাবিত হতে পারে। দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। 
  • Link to this news (আজ তক)