• মেঘাচ্ছন্ন আকাশ, কলকাতায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কতটা?
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপ্তাহান্তে শহর কলকাতার আকাশ মেঘলা। সকাল ১০টাতেও রোদের দেখা কার্যত নেই। ফলে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা থাকছেই। সকাল থেকে শহরের নানা অংশে হয়ে চলেছে ছিঁটেফোঁটা বৃষ্টিও। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ থাকবে প্রধানত মেঘলা। দফায় দফায় চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি ও ২৫ ডিগ্রির আশেপাশে। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪.০ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি কম।২২ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট থেকে ২৩ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ০১১.৭ মিমি। অন্যদিকে, আজ শনিবার বৃষ্টির মাত্রা কমবে বলে  জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তবে আজও দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পুরুলিয়া জেলার কোনও কোনও স্থানে ভারী বৃষ্টি হতে পারে। আরও একটা উদ্বেগের বিষয় হল, ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ডের কিছু অংশে বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে।
  • Link to this news (বর্তমান)