পাঁচলায় জমি দেওয়ার নামে ১৬ কোটি ‘প্রতারণা’, গ্রেপ্তার অভিযুক্ত
প্রতিদিন | ২৩ আগস্ট ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি দেওয়ার নাম করে একটি কোম্পানির কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ওই সংস্থার অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার অলোক ভূঁইয়া নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পাঁচলা থানার পুলিশ। ধৃতের আট দিনের পুলিশ হেফাজত হয়েছে। অভিযোগ লজিস্টিক হাব তৈরির জন্য চাষিদের কাছ থেকে জমি নিয়ে ওই সংস্থাকে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে প্রায় ১৬ কোটি টাকা হাতিয়ে নেয় অলোক।
জানা গিয়েছে, ‘ইউনিক সেলস অর্গানাইজেশন’ নামে কলকাতার একটি নামী সংস্থা ২০২১ সালে হাওড়ার পাঁচলায় লজিস্টিক হাব তৈরির পরিকল্পনা করে। ওই হাব তৈরির জন্য একটি কোম্পানির নামে গোডাউন তৈরির পরিকল্পনা করে তারা। সেজন্য ওই সংস্থা পাঁচলায় ৫০ বিঘা জমি কেনার সিদ্ধান্ত নেয়। ২০২১ সালে জমি কিনতে সংস্থা অলোক ভূঁইয়া নামে পাঁচলার বাসিন্দা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। অলোক ওই সংস্থাকে জানায়, প্রতি কাঠার দাম ৪ লক্ষ টাকা হিসাবে তিনি চাষিদের কাছ থেকে জমি কিনে ‘ইউনিক সেলস অর্গানাইজেশন’-কে দেবেন।
সেই হিসাবে ওই সংস্থার সঙ্গে অলোকবাবুর চুক্তি হয়। সংস্থার তরফে অলোককে ১২ কোটি টাকা দেওয়া হয়। কিন্তু অভিযোগ, অলোক ১২ কোটি টাকা নেওয়ার পর বেঁকে বসে। সে বলতে থাকে প্রতি কাঠায় চার লক্ষ নয়, আট লক্ষ টাকা করে লাগবে। সেইমতো সংস্থার তরফে আরও চার কোটি টাকা দেওয়া হয়। মোট ১৬ কোটি টাকা দেওয়া হয় অলোককে। ওই সংস্থার তরফে উৎপল চৌধুরি অভিযোগ করেন, টাকা নিয়ে চাষিদের সমস্ত জমি নিজের নামে রেজিস্ট্রি করে নেয় অলোক। শুধু তাই নয়, ১৬ কোটি টাকা নিয়েও ওই সংস্থাকে ৫০ বিঘা জমি হস্তান্তর করেনি সে। উল্টে ২০২১ সাল থেকে বছরের পর বছর ঘুরিয়েছে।
অবশেষে ওই সংস্থা প্রতারিত হয়েছে বুঝতে পেরে এই বছর গত ৩১ জুলাই পাঁচলা থানায় অলোকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে অলোককে গ্রেপ্তার করে পুলিশ। এ প্রসঙ্গে হাওড়ার পুলিশ সুপার সুবিমল পাল বললেন, “জমিজমা সংক্রান্ত একটি বিষয় ছিল। তা নিয়ে পাঁচলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে বৃহস্পতিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”