আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি! উত্তাল সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা
প্রতিদিন | ২৩ আগস্ট ২০২৫
নিরুফা খাতুন: আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি! উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্নাবর্ত। সোমবার তা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার প্রভাব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায়। বাড়বে বৃষ্টির পরিমাণ। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের আজ, শনিবার মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, একটি নিম্নচাপ ইতিমধ্যেই রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টায় সেটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তবে সোমবারের মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরি হবে। এই দুইয়ের প্রভাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। সোমবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। মঙ্গলবারও বৃষ্টি চলবে। আজ, কলকাতার আকাশ মূলত মেঘলা। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০ ডিগ্রি।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।