• বিস্ময় কিশোরের প্রতিভা দেখার অপেক্ষায় আইআইটি
    আনন্দবাজার | ২৩ আগস্ট ২০২৫
  • খড়্গপুর আইআইটিতে নানা আলোচনায় যোগ দিতে আসেন দেশ-বিদেশের খ্যাতনামা অধ্যাপক, শিক্ষাবিদেরা। এ বার সেখানে গণিত বিভাগের আলোচনায় যোগ দিতে আসছে বছর তেরোর বিস্ময়-কিশোর।

    আগামী সোমবার খড়্গপুর আইআইটিতে আসার কথা সুবর্ণ আইজ়্যাক বারির। বাংলাদেশি বংশোদ্ভূত বছর তেরোর সুবর্ণ জন্মসূত্রে নিউ ইয়র্কবাসী। তার বাবা রশিদুল অধ্যাপক। ছোট থেকেই সুবর্ণর অঙ্কের জ্ঞান অবাক করেছে বিশ্বের বিজ্ঞানীদের। রসায়ন ও পদার্থবিদ্যাতেও বিশ্বজোড়া খ্যাতি তার। মাত্র চার বছর বয়সে গণিতে পারদর্শিতার জন্য সে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার থেকে স্বীকৃতি পেয়েছিল। ছ’বছর বয়সে সুবর্ণকে সর্বকনিষ্ঠ বিজ্ঞানীর স্বীকৃতি দেয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আট বছরে মুম্বই বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপক পদে যোগ দেয় সুবর্ণ। এই কিশোর লিখেছে দু’টি বই। তার একটি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তায় ‘দ্য লাভ’ বেশ জনপ্রিয়।

    আপাতত গণিতচর্চাতেই বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচনায় যোগ দিচ্ছে সুবর্ণ। সে সূত্রেই তার খড়্গপুর আইআইটিতে আসা। সমাজমাধ্যমে ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে নিজেই সে কথা জানিয়েছে সুবর্ণ। আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী বলেন, “জ্ঞানচর্চায় বয়স মাপকাঠি— এই রীতিটাই আমরা ভাঙতে চাইছি। খুব কম বয়সে সুবর্ণ বারির প্রতিভা প্রতিষ্ঠিত। তাই সুবর্ণ আলোচনায় বক্তৃতা করতে আসছে।”

    জানা গিয়েছে, গত জানুয়ারিতে সুবর্ণ খড়্গপুর আইআইটিতে আসার ইচ্ছা জানিয়ে ই-মেল করেছিল। সম্প্রতি ফের সে যোগাযোগ করে। আলোচনার বিষয়বস্তুও জানায়। তার পরেই আইআইটি তার আসার বন্দোবস্ত করেছে। ২৫ অগস্ট বিকেল ৪টেয় গণিত বিভাগের সভাগৃহে এক আলোচনাসভায় একমাত্র বক্তা হিসাবে যোগ দেওয়ার কথা সুবর্ণের। আইআইটির গণিত বিভাগের প্রধান অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য বলেন, “সুবর্ণ বারি এসে নির্দিষ্ট বিষয়ে নিজের বক্তব্য রাখবে। আমরা তারপ্রতিভা সামনে থেকে দেখার অপেক্ষায় আছি।”
  • Link to this news (আনন্দবাজার)