• খড়্গপুর IIT-তে ভর্তি হওয়ার আগে ‘অপহরণ’? চলন্ত ট্রেন থেকে নিখোঁজ মেধাবী ছাত্র
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • বাবার হাত ধরে স্বপ্নের ডেস্টিনেশন খড়্গপুর আইআইটি-তে যাচ্ছিলেন ছেলে। চড়েছিলেন ট্রেনেও। কিন্তু মাঝপথেই বিপত্তি। নিখোঁজ সেই মেধাবী পড়ুয়া। আর এই নিয়েই তুমুল শোরগোল পড়েছে। নিখোঁজ ছাত্রের নাম অর্জুন পাটিল। ১৯ বছরের ওই তরুণের বাড়ি মহারাষ্ট্রের জলগাঁও জেলার চোপড়ায়।

    সূত্রের খবর, খড়্গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পেয়েছিলেন অর্জুন। গত ২০ অগস্ট সকালে শালিমার এক্সপ্রেসে বাবার সঙ্গে ভর্তি হতে আসছিলেন তিনি। অর্জুনের বাবা বছর ৬২-র রবীন্দ্রকুমার পাটিলের দাবি, ‘ট্রেনটি ঝড়খণ্ডের চাকুলিয়া স্টেশনে পৌঁছলে অর্জুন মোবাইল ফোন চার্জে বসিয়ে টয়লেটে যায়। তার পর থেকে ওর খোঁজ মিলছে না।’

    অর্জুনকে অপহরণ করা হয়েছে জানিয়ে প্রথমে খড়্গপুর জিআরপি-তে অভিযোগ দায়ের করেন রবীন্দ্রকুমার। পরে সেই অভিযোগ পাঠানো হয় চাকুলিয়া জিআরপি-তে। খড়্গপুর ডিভিশনের এসআরপি দেবশ্রী সান্যাল বলেন, ‘খড়্গপুর জিআরপি-তে জিরো FIR হয়েছে। এখান থেকে চাকুলিয়া জিআরপি-তে তা স্থানান্তরিত করা হয়েছে। তারাই এই ঘটনার তদন্ত করছে। কারণ ওই স্টেশন থেকেই তরুণ নিখোঁজ হয়েছিল।’ রেল পুলিশের তরফে জানানো হচ্ছে, অর্জুনের কাছে কোনও মোবাইল ফোন নেই। ফলে তার লোকেশন পেতে সমস্যা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

    এ দিকে ছেলেকে হারিয়ে দিশেহারা রবীন্দ্রকুমার এবং তাঁর স্ত্রী মমতা। দু’জনেই আপাতত খড়্গপুরে রয়েছেন। ছেলেকে অপহরণ করা হয়েছে, এই আশঙ্কা করছেন তাঁরা। অবিলম্বে ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন এই ছাত্রের বাবা-মা।

  • Link to this news (এই সময়)