• ডিজিটাল অ্যারেস্টের নামে বিরাট প্রতারণার অভিযোগ আসানসোলে
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • এই সময়, আসানসোল: হিরাপুর থানা এলাকার রবীন্দ্রনগরের ডলি লজের কাছে থাকা ৬২ বছরের বাসিন্দা এবং বার্নপুরের ইস্কো কারখানার অবসরপ্রাপ্ত কর্মী তপন কুমার মাজির থেকে ডিজিটাল অ্যারেস্টের নামে সাইবার অপরাধীরা ১ কোটি ২৭ লক্ষ ৪,৩৩২ হাজার টাকা প্রতারণা করেছে বলে জানা গিয়েছে। ২০ অগস্ট আসানসোলের সাইবার থানায় তিনি অভিযোগ করেন ( কেস নম্বর ৫৯/২৫)। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করে তদন্ত শুরু করেছেন বলে জানান এসিপি বিশ্বজিৎ নস্কর।

    অভিযোগপত্রে তপন জানিয়েছেন, ৪ অগস্ট তাঁর কাছে একটি ফোন থেকে রাহুল রায় নামে এক ব্যক্তি নিজেকে ডিজিসিএ পরিচয় দিয়ে জানান, তাঁর আধার কার্ড নম্বর ব্যবহার করে কানাড়া ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট মারফত ২ কোটি টাকার লেনদেন হয়েছে মানি লন্ডারিং ও টেরর ফান্ডিং-য়ের নাম করে। পরে আর একটি হোয়াটসঅ্যাপ ফোনে মুম্বই পুলিশ এবং সিবিআই-এর নাম করে কল করে বলা হয় কানাড়া ব্যাঙ্কের একটি শাখায় তাঁর নামে এই লেনদেন হয়েছে। তপন জানান, তিনি ব্যক্তিগত তথ্য কাউকে দেননি। তার পরেও ওই ব্যক্তি তপনকে ব্যাঙ্কের যাবতীয় তথ্য এবং ডেবিট কার্ডের ছবি পাঠায়। পাঠানো হয় ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। তাঁকে গ্রেপ্তারের জন্য সমনও পাঠানো হয়।

    তপনকে জানানো হয় এই টাকার ১০% অর্থাৎ ২০ লাখ টাকা কমিশন হিসেবে তাঁকে দেওয়া হয়েছে। তপনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চায় ওই ভুয়ো পরিচয়ধারী ব্যক্তি। ৪ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত ১ কোটি ২৭ লক্ষ ৪,৩৩২ টাকা আরটিজিএস করে তপন পাঠান। ফোনে জানানো হয়, যদি দেখা যায় এই ধরনের লেনদেনের সঙ্গে তাঁর যোগ নেই, তা হলে টাকা ফেরত দেবে আরবিআই। তাঁকে অপেক্ষা করতে বলা হয়। কিন্তু কিছুই ফেরত না-আসায় তিনি আসানসোল সাইবার থানায় অভিযোগ করেন।

  • Link to this news (এই সময়)