• আনন্দপুরে কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে আনন্দপুরের একটি কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢাকে গুলসন কলোনি এলাকা। সূত্রের খবর, আগুন লাগার পরেই স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ। দমকলের পাঁচটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।

    সূত্রের খবর, ওই কারখানাটি গুলসন কলোনি এলাকার ১০৮ নম্বর ওয়ার্ডে। কারখানার ভিতরে বাতিল ও প্লাস্টিকের জিনিসপত্র ছিল। আগুন লাগার পরে প্লাস্টিকের জিনিসপত্র দাউদাউ করে জ্বলতে থাকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। পুলিশ ঘটনাস্থলে এসে আশেপাশের বাড়ি থেকে স্থানীয়দের বের করে দেন।

    পুলিশ সূত্রের খবর, কারখানার একাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। ১০৮ নম্বর ওয়ার্ড ঘন জনবসতিপূর্ণ এলাকা। তাই আগুনের ভয়াবহতা বেশি না হলেও যেহেতু ঘিঞ্জি এলাকা তার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আনন্দপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

  • Link to this news (এই সময়)