• চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ হারে বোনাসের পরামর্শ রাজ্যের
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি: চা বাগানের শ্রমিকদের শতাংশ ২০ হারে বোনাস দেওয়ার পরামর্শ দিল রাজ্য। শুক্রবার বাগান মালিকদের সঙ্গে শ্রম দপ্তরের দ্বিপাক্ষিক বৈঠক হয়। তার পরেই দপ্তর অ্যাডভাইজ়রি জারি করে।

    আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ২০২৪-২৫ অর্থবর্ষের বোনাস মিটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই অ্যাডভাইজ়রি পাহাড়ের মতো তরাই এবং ডুয়ার্সে কার্যকর হবে। গত বছর রাজ্য অ্যাডভাইজ়রিতে ১৬ শতাংশ হারে বোনাস দিতে বলে। তা নিয়ে শ্রমিকদের মধ্যে বিশেষত পাহাড়ে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়। সেই ১৬ শতাংশ বোনাসও বহু চা বাগান কর্তৃপক্ষ দেননি বলে অভিযোগ ওঠে।

    এ বার সেপ্টেম্বরের শেষের দিকে পুজো। তার আগে চলতি মাসে মালিকপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসে ট্রেড ইউনিয়নগুলি। ২০ শতাংশের নীচে বোনাস যে তারা মেনে নেবে না, সে কথা স্পষ্ট করে জানানো হয় বৈঠকে। তবে এ দিন রাজ্যের অ্যাডভাইজ়রিতে খুশি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চিফ অনীত থাপা। তিনি বলেন, 'যে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে শ্রমিকদের যেতে হচ্ছে, তাতে ২০ শতাংশের নীচে বোনাস কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। শ্রম দপ্তর শ্রমিকদের দাবিতে সুর মেলানোয় পুজোর মুখে চা বাগানে নতুন করে বিক্ষোভহবে না বলেই আশা করছি।' তবে মালিকপক্ষ রাজ্যের অ্যাডভাইজরি কি মানবেন?

  • Link to this news (এই সময়)