• ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, কতদিন?
    আজ তক | ২৩ আগস্ট ২০২৫
  • বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ অঞ্চল। একের পর এক বৃষ্টির দফায় দফায় ভিজছে রাজ্য। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়বে কলকাতাতেও।

    হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সুরতগড়, রোহতক, ফতেহ্‌গড়, গয়া হয়ে দিঘা এবং বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বঙ্গোপসাগরের ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

    আবহাওয়া দফতরের রিপোর্টে বলা হয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া ও হুগলিতে।

    তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শনিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বর্ষণ হতে পারে। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় শনিবার ও রবিবার দু’দিনই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    আবহাওয়াবিদদের মতে, নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় আপাতত দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি অব্যাহত থাকবে। ফলে আগামী কয়েকদিন ভিজে যেতে চলেছে শহর থেকে গ্রাম, দক্ষিণবঙ্গের প্রায় সব প্রান্ত।

     
  • Link to this news (আজ তক)