• তিন মাস ধরে বেহাল মাদারিহাটের গ্যারগেন্দা সেতু, যানজটে অতিষ্ঠ স্থানীয়রা
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: বেহাল সেতু নিয়ে মহামুশকিলে মাদারিহাটের বাসিন্দারা। ভারী বৃষ্টির জেরে প্রায় মাস তিনেক আগে ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয় মাদারিহাটের বীরপাড়ার কাছে থাকা গ্যারগেন্দা সেতু। ফাটল ধরে পিলারেও। কিন্তু, অভিযোগ তিন মাস অতিক্রান্ত হলেও সেতু সারাইয়ের দিকে নজর দিচ্ছে না এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ। সেতু মেরামত না হওয়ায় ক্ষুব্ধ নিত্যযাত্রী থেকে শুরু করে পরিবহন কর্মীরাও।স্থানীয় সূত্রে দাবি, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই সেতুর মুখে ঘন্টার পর ঘন্টা যানজট হচ্ছে। সেতুর মুখে রাস্তার এক লেন দিয়ে গাড়ি পার করা হচ্ছে। আর এরই জেরে প্রতিদিন যানজট হচ্ছে সেতুটিতে। পরিস্থিতু সামাল দিতে প্রতিনিয়ত প্রাণপাত করতে হচ্ছে পুলিসকেও।হাইওয়ে সড়ক কর্তৃপক্ষের অবশ্য দাবি, টেন্ডার ডাকা হয়েছে। খুব শীঘ্রই মেরামতের কাজ শুরু করা হবে।
  • Link to this news (বর্তমান)