• বাংলার মহিলারা দশভূজা হয়ে ছাব্বিশে বিজেপিকে বিসর্জন দেবে, তোপ চন্দ্রিমার
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরবঙ্গ থেকে পদ্ম শিবিরকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সাফ কথা, ছাব্বিশে বাংলার মহিলারা দশভূজা হয়ে বিজেপিকে বিসর্জন দেবে।এদিন জলপাইগুড়ির সভা থেকে রাজ্যের স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নির্দেশ দেন, “মহিলাদের কোমর বেঁধে তৈরি থাকতে হবে। নির্দেশ পাওয়ামাত্র ঝাঁপিয়ে পড়তে হবে সমবেতভাবে। নিজেদের মধ্যে কোনও বিভাজন রাখা চলবে না।”পাশাপাশি বাংলাদেশি তকমা দিয়ে বাংলাভাষীদের পুশব্যাক করা হচ্ছে বলেও তোপ দাগেন চন্দ্রিমা। তাঁর প্রশ্ন, “অনুপ্রবেশ হচ্ছে কীভাবে? বর্ডারে তো বিএসএফ আছে? তারা কাদের নিয়ন্ত্রণে?” একইসঙ্গে এসআইআরে নাম কাটা নিয়ে স্বাধীন দায়িত্ব প্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, “যখন ভোটার তালিকায় নাম তোলা হয়, তখন তো নথিপত্র নেওয়া হয়। কিন্তু বিহারে যে ৬৫ লক্ষ নাম কাটা হয়েছে, তাঁদের একটা হেয়ারিংও হল না কেন?”
  • Link to this news (বর্তমান)