• প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়ায় অঙ্কন শিক্ষককে বেধড়ক মারধর! গ্রেপ্তার যুবতী
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: সাতসকালে শহরতলিতে চাঞ্চল্যকর ঘটনা। প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়াতে আক্রান্ত হলেন শিক্ষক। আজ, শনিবার ভোর ৬টা নাগাদ এই ঘটনা ঘটেছে বেলঘরিয়ার ২ নম্বর গেট এলাকায়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গিয়েছে, পেশায় অঙ্কন শিক্ষক নিরুপম পাল আজ, শনিবার সকালে কালীপুজো সেরে ২ নম্বর রেলগেট থেকে ফিরছিলেন। রাস্তাতেই তিনি দেখতে পান এক যুবতীসহ বেশকিছু যুবক প্রকাশ্যে মদ্যপান করছে। বিষয়টি নিয়ে তিনি প্রতিবাদ জানালে পুরো দলটিই তাঁর উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনাই রেকর্ড হয় সিসিটিভিতে।

    বাড়ি ফিরে কিছুক্ষণ পর বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেন নিরুপম পাল। এরপরেই তদন্তে নামে পুলিস। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে নিমতা থেকে মন্দিরা মুখোপাধ্যায় নামে এক ২৫ বছরের যুবতীকে গ্রেপ্তার করে পুলিস। পাশাপাশি অন্য তিন অভিযুক্ত- জয়, পাপাই ও অভয়ের বিরুদ্ধেও তল্লাশি শুরু করা হয়েছে। প্রতিবাদী শিক্ষকের উপর এহেন হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
  • Link to this news (বর্তমান)