• ২৪ ঘণ্টার মধ্যেই নিউ গড়িয়ার বৃদ্ধা খুনের রহস্যের সমাধান, বয়ফ্রেন্ড-সহ গ্রেপ্তার আয়া
    বর্তমান | ২৩ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুক্রবার সকালে নিউ গড়িয়ায় নিজের বাড়ি থেকে উদ্ধার হয় বিজয়া দাস নামে এক বৃদ্ধার মৃতদেহ। ঘটনার তদন্ত করতে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের পাকড়াও করল কলকাতা পুলিস। বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেপ্তার আয়া ও তাঁর বয়ফ্রেন্ড।পুলিস সূত্রে জানানো হয়েছে, রায়দিঘি থেকে ওই আয়াকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আটক করা হয়েছে তাঁর প্রেমিককেও। জানা গিয়েছে, ওই আয়ার স্বামী রয়েছে। কিন্তু, তা সত্ত্বেও এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ায় সে। তাঁর সঙ্গে পরিকল্পনা করেই বৃদ্ধাকে খুন করে। যদিও আয়ার দাবি, ডাকাতি করাই উদ্দেশ্য ছিল, বৃদ্ধা বাধা দেওয়াতেই তাঁকে খুন করতে হয়!তদন্তে জানা গিয়েছে, ঘটনার দিন সকালে কাজে আসে আশালতা নামে ওই মহিলা। সঙ্গে আসে বয়ফ্রেন্ডও। কিন্তু সে বাড়িতে ঢোকেনি, বাইরেই অপেক্ষা করছিল। আশলতা বৃদ্ধার সোনার গয়না লুঠের চেষ্টা করলে, বৃদ্ধা বাধা দেয়। এরপরেই তাকে খুন করে একটি প্লাস্টিকে সোনার গয়না ভরে অপেক্ষারত বয়ফ্রেন্ডকে নিয়ে চম্পট দেয় আশালতা।তদন্তে নেমে গড়িয়া এলাকায় আয়া সেন্টারে গিয়ে দুই ব্যক্তির খোঁজ পায় পুলিস। চাকরিতে ঢোকার সময় আশালতা তাঁদেরই রেফারেন্স দিয়েছিল। সেই ব্যক্তিদের থেকে আশালতার বাড়ির খবর পাওয়া যায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। পরবর্তীতে আটক ও গ্রেপ্তার করা হয় বয়ফ্রেন্ডকেও। পুলিসের দাবি, অভিযুক্তরা জেরায় নিজেদের দোষ স্বীকার করেছে।
  • Link to this news (বর্তমান)