মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ছাত্রীকে মানসিক নির্যাতনের অভিযোগ
দৈনিক স্টেটসম্যান | ২৩ আগস্ট ২০২৫
বছর ঘুরে গেলেও আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার রেশ এখনও কাটেনি। ঠিক সেই আবহেই ফের এক চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে উঠল মানসিক নির্যাতনের অভিযোগ উঠল। বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক ছাত্রী তাঁর সহপরিচিত এক যুবকের বিরুদ্ধে হুমকি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন।
শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা বহরমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক সরাসরি ওই ছাত্রীর সহপাঠী না হলেও, একটি কোচিং সেন্টারে পড়াশোনার সূত্রেই তাঁদের মধ্যে আলাপ হয়। অভিযুক্ত বর্তমানে কলকাতার একটি সরকারি মেডিক্যাল কলেজের ছাত্র।
অভিযোগকারীর দাবি, গত কয়েক মাস ধরেই অভিযুক্ত যুবক তাঁকে নানা ভাবে মানসিক চাপে রাখছেন। একাধিকবার হুমকি দিয়েছেন, এমনকি চলার পথে আটকেও কুপ্রস্তাব দেন। হোটেলে থাকার প্রস্তাব দেওয়া হয় বলেও অভিযোগ।
এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি, অভিযুক্ত ছাত্রের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলেই জানিয়েছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসক ইন্টার্নের ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। সেই ঘটনার একবছর পরেও চিকিৎসক মহলের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতার আতঙ্ক কাটেনি। তারই মাঝে ফের চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ঘিরে উদ্বেগ ছড়িয়েছে চিকিৎসক মহলে।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন।