• প্রেমের সম্পর্ক থেকে সরে যেতে চাপ! তরুণকে বেধড়ক মারে গ্রেপ্তার তরুণীর মামা, পলাতক ২
    প্রতিদিন | ২৩ আগস্ট ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ক মানতে চায়নি দুই পরিবার! তাঁদের যোগাযোগ না রাখতেও বলা হয়েছিল। ওই তরুণকে আলোচনার জন্য ডেকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ওই তরুণীর তিন মামার বিরুদ্ধে। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মাও! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভা এলাকায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে এক মামাকে।

    পুলিশ ও ওই তরুণের পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরেই এলাকার বাসিন্দা বছর ২১-এর শেখ রাকিবের সঙ্গে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি ওই সম্পর্কের কথা দুই পরিবার জানতে পারে। দুই পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনায় বসে। ঠিক হয়, ওই তরুণ-তরুণী নিজেদের মধ্যে যোগাযোগ রাখবে থাকবে না! গতকাল, শুক্রবার রাতে ওই তরুণকে আলোচনার ডেকে পাঠায় ওই তরুণীর তিন মামা। অভিযোগ, শেখ রাকিব সেখানে গেলে কিছু কথাবার্তার পরেই শুরু হয় মারধর। কার্যত রাস্তায় ফেলে পেটানো হয়! ছেলেকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে যান মা রিনা বিবি। তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ। মারের চোটে মা ও ছেলে দু’জনেই জ্ঞান হারান।

    পরে প্রতিবেশীরা সেখানে তাঁদের উদ্ধার করে প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল ও পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর মা ও ছেলেকে ছেড়ে দেওয়া হয়। রাতেই ওই পরিবারের তরফে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণীর এক মামা সাইফুল মোল্লাকে গ্রেপ্তার করেছে। সরিফুল মোল্লা ও সইদুল মোল্লা নামে অন্য দুই মামা পলাতক। তাদের খোঁজে চলছে তল্লাশি।
  • Link to this news (প্রতিদিন)