সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনেদুপুরে আনন্দপুরের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে গুলশন এলাকার মতো ঘিঞ্জি এলাকায় নিমেষে দাউদাউ করে ছড়িয়ে পড়েছে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশ। কারখানার চারপাশে প্রচুর উঁচু ইমারত রয়েছে। অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত সেখানকার বাসিন্দা। তবে সবচেয়ে বড় প্রতিকূলতা হয়ে দাঁড়িয়েছে ঘিঞ্জি এলাকা। সেখানে দমকলের ইঞ্জিন এখনও পর্যন্ত ঢুকতেই পারেনি বলে খবর। যার জেরে আতঙ্ক ক্রমশই বাড়ছে। লেলিহান অগ্নিশিখা কত দ্রুত নিয়ন্ত্রণে আনা যাবে, তা নিয়ে দমকল বিভাগ থেকে এলাকাবাসী, সকলেই। চেষ্টা চলছে অন্য কোনও উপায় আগুন নিয়ন্ত্রণ করা যায় কি না।
শনিবার দুপুরে গুলশন কলোনির একটি কারখানা থেকে আচমকা গলগল করে ধোঁয়া বেরতে দেখেন পথচলতি মানুষজন। কারখানাটিতে চামড়ার জুতো তৈরি হতো। দ্রুত সেখানকার আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন সকলে। কীভাবে আগুন লাগল, তার অবশ্য কোনও কারণ নির্দিষ্টভাবে জানা যায়নি। দমকল কর্মীরা তখন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে মরিয়া। কিন্তু এত সংকীর্ণ এলাকা হওয়ায় তাতে প্রতিকূলতা তৈরি হয়। আর সেই সুযোগে আগুন আরও ছড়িয়ে পড়ে এবং কারখানায় অনেকটাই আগুনের গ্রাসে চলে গিয়েছে বলে খবর। যদিও প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পাঠানো হয় পুলিশেও।
শেষপর্যন্ত দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে কোনওক্রমে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। অগ্নিকাণ্ডের উৎস এখনও অজানা। দমকল আধিকারিকরাও এ বিষয়ে এখনও কিছু বলতে পারছেন না। তাঁরা জানাচ্ছেন, এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করাই মূল লক্ষ্য। তারপরই স্পষ্ট হবে, ক্ষয়ক্ষতি কতটা হয়েছে। তবে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।