• মুখ দিয়ে গলগল করে বের হচ্ছিল রক্ত, উদ্ধার বৃদ্ধার দেহ, কলকাতায় ফের রহস্যমৃত্যু
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • নিউ গড়িয়ার পর বেলেঘাটা। ফের শহরে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু। শনিবার দুপুরে মৃত বৃদ্ধা নন্দিতা বসুর (৬৫) দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বৃদ্ধার ছেলে মৈনাক বসুকে (৩৫) আটক করেছে পুলিশ।

    বেলেঘাটার কবি সুকান্ত সরণির কাছে নিজের ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। এ দিন দুপুরে ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, ঘরের মেঝেতে পড়েছিল বৃদ্ধার দেহ। মুখ দিয়ে রক্ত বের হতে দেখা গিয়েছে। দেহটি এনআরএস হাসপাতালে ময়ান্তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

    প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, নিজের মাকে মারধর করত ছেলে মৈনাক। অতিরিক্ত মারধরের কারণেই বৃদ্ধার মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে। ময়ান্ততদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে দাবি পুলিশের। মৃতার ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সঙ্গেও কথা বলবে পুলিশ।

  • Link to this news (এই সময়)