• নতুন করে জলে ডুবছে ঘাটাল, ফুঁসছে শিলাবতী-কেঠিয়া
    এই সময় | ২৩ আগস্ট ২০২৫
  • ফি বছরই অগস্ট-সেপ্টেম্বরের বৃষ্টিতে ভাসে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। এ বারও তার অন্যথা হয়নি। এরই মধ্যে গত তিন দিনের টানা বৃষ্টিতে নতুন করে প্লাবিত ঘাটাল মহকুমার বিভিন্ন জায়গা। দফায় দফায় বৃষ্টিতে নতুন করে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটালে। সবেমাত্র জল নামতে শুরু করেছিল, আবারও দুর্যোগের মেঘে ঢাকল ঘাটালের আকাশ।

    গত তিন দিন ধরে চলা নিম্নচাপের বৃষ্টিতে ফের একবার বন্যার চোখরাঙানি ঘাটালে। এ দিকে পুজোর আর এক মাস বাকি। এলাকার লোকজন বলছেন, এ বার পুজো জলেই গেল। ঘাটাল পুরএলাকা ও ব্লকের বিস্তীর্ণ এলাকা থেকে এখনও জল নামেনি। তার মধ্যেই ফের বৃষ্টিতে ঘাটালের শিলাবতী ও চন্দ্রকোণার কেঠিয়া নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে।

    জল ঢুকতে শুরু করেছে পুর এলাকার বেশ কিছু জায়গায়। ফলে আতঙ্কিত ঘাটালবাসী। যদিও মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, ‘আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। এখনই চিন্তার কিছু নেই। তবে আগামী দু’দিন যদি এ ভাবে বৃষ্টি চলে, তবে ফের জল বাড়তে পারে। আমরাও মোকাবিলার জন্য প্রস্তুত। মেডিক্যাল ক্যাম্প, খাবার বিতরণ সব কিছুই চলছে।’

  • Link to this news (এই সময়)