কলকাতা মেট্রোর তিন রুটে মেট্রো পরিষেবা চালু হয়েছে শুক্রবার। শনিবার আরও এক সুখবর। কাটোয়া–বর্ধমান রুটে চালু হলো কাটোয়া-বর্ধমান (EMU) স্পেশাল ট্রেন।
কাটোয়া জংশন পূর্ব বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এই স্টেশন থেকে বর্ধমান, হাওড়া, আমোদপুর এবং আজিমগঞ্জ লাইনের ট্রেন চলাচল করে। তবে এতদিন সকাল ৮টা ৫০ মিনিটের পর থেকে বিকেল পর্যন্ত কাটোয়া–বর্ধমান রুটে কোনও ট্রেন চলত না।
এমন গুরুত্বপূর্ণ লাইনে ট্রেন না থাকায় এবং বিকেলে বর্ধমান থেকে ফেরার ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তি হতো যাত্রীদের। এই লাইনে পরিষেবা বাড়ানোর দাবি যাত্রীদের দীর্ঘদিনের। অবশেষে চালু হলো নতুন এক জোড়া ট্রেন। যাত্রীদের বক্তব্য, ১৫ টাকা খরচ করে কাটোয়া থেকে বর্ধমান পৌঁছে যাচ্ছেন তাঁরা। অথচ বাসে গেলে সময়, টাকা দুই-ই বেশি লাগে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ২৩শে অগস্ট থেকে এই রুটে নতুন ট্রেন চালু হয়েছে। টাইম টেবিল অনুযায়ী, কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে এই ট্রেন ছাড়বে। বর্ধমানে পৌঁছবে ৩টে ১০-এ। আবারও বর্ধমান থেকে বিকেল ৪টেয় এই ট্রেন ছাড়বে, ৫টা ২০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।
প্রথম দিনের যাত্রায় ট্রেনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ট্রেনের চালক অনুপম ঘোষ বলেন, ‘আমার খুবই ভালো লাগছে। লোকো পাইলট হিসেবে প্রথম দিন আমি এত মানুষকে নিয়ে গেলাম। আজ দেখলাম প্রচুর যাত্রী ট্রেনে। আগামিদিনে আরও মানুষের সুবিধা হবে বলেই আমার মনে হয়।’