হুগলির কলেজে আইন বিভাগে পুনর্মিলন উৎসব, হাজির প্রধান বিচারপতি, প্রাক্তনীদের ভিড়ে জমজমাট অনুষ্ঠান ...
আজকাল | ২৪ আগস্ট ২০২৫
মিল্টন সেন, হুগলি: হুগলি মহসিন কলেজে অনুষ্ঠিত হল আইন বিভাগের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ও বিভাস পট্টনায়ক, জুডিশিয়াল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর নির্মল কান্তি চক্রবর্তী সহ আরও বিশিষ্ট বিচারপতিরা।
হুগলি জেলার মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি, হুগলি মহসিন কলেজের আইন বিভাগের অধ্যাপকবৃন্দ এবং অধ্যক্ষরাও উপস্থিত ছিলেন এই উৎসবে। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি. জাভালগি, হুগলি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ আইনজীবী ও প্রাক্তনীরা।
এদিনের অনুষ্ঠান প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। মঞ্চে উপস্থিত ছিলেন বাকি বিশিষ্ট অতিথিরাও। এদিন অনুষ্ঠানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম বলেন, 'এই কলেজে দ্বিতীয়বার এসে আমি সত্যিই অভিভূত। এক বছর আগে প্রথমবার এখানে এসে প্রাক্তনীদের ঐতিহ্য ও কলেজের আইন বিভাগের গৌরব সম্পর্কে জানতে পেরেছিলাম। আজ আবার সেই স্মৃতি নতুন করে অনুভব করছি। আইন শিক্ষার বর্তমান পরিপ্রেক্ষিত এবং ভবিষ্যৎ দিশা নিয়ে নতুন প্রজন্মকে দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে।' বিচারপতির বক্তব্যে উঠে আসে আইন চর্চার গুরুত্ব ও সমাজের প্রতি আইনজীবীদের দায়বদ্ধতার বিষয়ও।
কলেজের প্রাক্তনী ও আইনজীবী কিশোর মণ্ডল জানিয়েছেন, 'হুগলি মহসিন কলেজের প্রাক্তনীরা বর্তমানে কলকাতা হাইকোর্ট ও দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন। এ থেকেই বোঝা যায় এই কলেজের ঐতিহ্য। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সংস্কৃতির কেন্দ্র। বাংলার সংস্কৃতি, ঐতিহ্য সাড়া ফেলেছে বিশ্ব জুড়ে। আজ সারাদিন ধরে প্রাক্তনী এবং বর্তমান প্রজন্মের পড়ুয়াদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় মহসিন কলেজ প্রাঙ্গণ।'
প্রসঙ্গত, প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসরের পর কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন টি এস শিবজ্ঞানম। প্রধান বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম।
২০১১ সালে স্থায়ী বিচারপতি হিসাবে তিনি উত্তীর্ণ হন। সেখানে ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাই কোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাই কোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি (প্রধান বিচারপতির পরের স্থান) হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। এক বছর তিন মাসের বেশি সময় এই হাই কোর্টে বিচারপতি থাকার পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন।