• 'চার বছর আসেননি কেন?' সরকারি ক্যাম্পে গ্রামবাসীদের ক্ষোভের মুখে বীরবাহা হাঁসদা
    আজ তক | ২৪ আগস্ট ২০২৫
  • ফের আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে উত্তেজনা। শুক্রবার, ২২ অগাস্ট বিনপুর ১ নম্বর ব্লকের দহিজুড়ি অঞ্চলের বান্দরবনি জুনিয়র হাই স্কুলে ক্যাম্প বসে। সেখানেই তৈরি হল বিক্ষোভের পরিবেশ। এদিন স্থানীয় বিধায়ক এবং রাজ্যের বনপ্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা ক্যাম্পে যোগ দিয়েছিলেন। ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও স্থানীয় মহকুমাশাসকও। কিন্তু মন্ত্রীদের সামনে পেয়েই ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা।

    অভিযোগের পাহাড়
    গ্রামবাসীদের অভিযোগ, গত চার বছরে একবারও এলাকা পরিদর্শনে আসেননি বীরবাহা হাঁসদা। বহুবার জানিয়েও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ভাঙাচোরা রাস্তা, আবাস প্রকল্পে কারচুপি, সমস্যার তালিকা দীর্ঘ।

    একজন গ্রামবাসী ক্ষোভের সুরে বলেন, 'রাস্তা এতটাই খারাপ যে যাতায়াত করাই মুশকিল। বহুবার জানিয়েছি, কেউ শোনেনি। আজ সামনে পেয়েছি, তাই আমাদের সমস্ত অভিযোগ জানালাম।'

    রাস্তার বেহাল দশা
    সবচেয়ে বড় সমস্যা রাস্তা। বান্দরবনি থেকে কেন্দডাংরি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা চরম বেহাল অবস্থায়। প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

    কারামন্ত্রীর আশ্বাস
    বিক্ষোভে বিব্রত পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত এগিয়ে আসেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা। শান্ত করেন উত্তেজিত গ্রামবাসীদের। তিনি জানান, রাস্তার টেন্ডার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, কাজও শুরু হবে শীঘ্রই।

    তারপর তিনি গ্রামবাসীদের সঙ্গে পায়ে হেঁটে ভাঙাচোরা রাস্তা ঘুরে দেখেন। সরেজমিনে রাস্তার বেহাল চিত্র পর্যবেক্ষণ করেন বান্দরবনি থেকে কেন্দডাংরি পর্যন্ত।

    গ্রামবাসীদের ক্ষোভ
    গ্রামবাসীদের দাবি, এলাকায় নিয়মিত নজরদারি দরকার, যাতে সমস্যার সমাধান হয়।

    বিজেপির আক্রমণ
    এই ঘটনার পরেই শাসক দলের বিরুদ্ধে সরব বিজেপি। স্থানীয় নেতাদের অভিযোগ, 'গ্রামের মানুষকে আশ্বাস দিয়ে ভোট নেওয়া হয়েছে। কিন্তু কাজের ক্ষেত্রে প্রতিশ্রুতি পূরণ হয়নি।'

    আমাদের পাড়া, আমাদের সমাধান শিবিরে বিতর্ক
    আমাদের পাড়া, আমাদের সমাধান শিবির মূলত সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্যই চালু করেছে রাজ্য সরকার। তবে এদিনের ঘটনায় স্পষ্ট হয়েছে মানুষের ক্ষোভের মাত্রা।

    শিবিরে উপস্থিত অনেকেই বলেন, সমস্যা নিয়ে বহুবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি প্রশাসন। রাস্তা ছাড়াও এলাকায় আবাস প্রকল্পে দুর্নীতি, পানীয় জলের অভাব, এবং স্বাস্থ্যকেন্দ্রের সমস্যার কথাও জানান তাঁরা।

    সরেজমিনে পরিদর্শন
    কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা এলাকাবাসীদের সমস্যার গুরুত্ব বুঝিয়ে বলেন, 'রাস্তার কাজের টেন্ডার হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। মানুষের সমস্যার সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।'

    সংবাদদাতা: দেবেন্দ্রনাথ তিওয়ারি
  • Link to this news (আজ তক)