• কসবা গণধর্ষণকাণ্ডে ৫৮ দিনে চার্জশিট পুলিশের, মনোজিৎদের বিরুদ্ধে কী কী অভিযোগ
    আজ তক | ২৪ আগস্ট ২০২৫
  • কলকাতার কসবা ল কলেজে ছাত্রী গণধর্ষণকাণ্ডে অবশেষে চার্জশিট জমা দিল তদন্তকারী সংস্থা। ঘটনার ৫৮ দিনের মাথায় ৬৫৮ পাতার এই চার্জশিট আদালতে পেশ করা হয়েছে।

    সূত্রের খবর, চার্জশিটে ৮০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযোগ আনা হয়েছে মোট চারজনের বিরুদ্ধে। তাঁরা হলেন— কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র, বর্তমান দুই ছাত্র জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় এবং কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়।

    কিছুদিন আগে তদন্তকারীরা আদালতে জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা, ডিজিটাল প্রমাণ এবং একাধিক সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে। তার পরেই দ্রুত চার্জশিট জমা দেওয়া হলো।

    উল্লেখ্য, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজে শাসক দলের প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচিত ছিল। জইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় ছিলেন তাঁর ঘনিষ্ঠ। অভিযোগকারিণীর দাবি, মনোজিতের নির্দেশে কলেজের মূল ফটক বন্ধ করে দেন নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়, যাতে ছাত্রীটি বাইরে বেরোতে না পারেন।

    ঘটনার পরেই পুলিশ তিন অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করে। পরে আটক করা হয় নিরাপত্তারক্ষীকেও। চার্জশিট জমা পড়ার পর এখন নজর থাকছে মামলার পরবর্তী শুনানির দিকে।

     
  • Link to this news (আজ তক)