খাঁচাবন্দি চিতাবাঘ, অবশেষে স্বস্তি ফিরল কালচিনির চা বাগানে
বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
সংবাদদাতা, আলিপুরদুয়ার: স্বস্তি ফিরল কালচিনির চুয়াপাড়া চা বাগানে। বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। এই চিতাবাঘটিরই বারবার হানায় জখম হচ্ছিলেন চা বাগানের কর্মীরা। ফলে আপাতত স্বস্তি ফিরেছে চুয়াপাড়া চা বাগানে।বনদপ্তর সূত্রে খবর, শুক্রবার রাতে চিতাবাঘটিকে ফাঁদে ফেলতে খাঁচা পাতা হয়েছিল চুয়াপাড়া চা বাগানের ৬ নম্বর সেকশনে। আর সেই খাঁচাতেই ধরা পড়ে চিতাবাঘটি।বনদপ্তরের তরফে জানানো হয়েছে, বেশকিছু দিন ধরে ওই বাগানে চিতাবাঘের উপদ্রব চলছিল। চিতাবাঘের অতর্কিত হামলায় কয়েকজন মহিলা চা শ্রমিক জখমও হয়েছিল। তারপরেই আতঙ্কিত শ্রমিক ও বাগান কর্তৃপক্ষের তরফে বনদপ্তরের কাছে চিতাবাঘ ধরতে খাঁচা বসানোর জোরালো আবেদন করা হয়। অবশেষে শনিবার ভোরে সেটিকে খাঁচাবন্দি করা সম্ভব হয়। পরে বক্সার গভীর জঙ্গলে চিতাবাঘটিকে ছেড়ে দেওয়া হয়।
Link to this news (বর্তমান)