বাড়িতে পড়াশোনার জন্য বকাবকি, আত্মঘাতী দশম শ্রেণির পড়ুয়া
বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়াশোনার জন্য বাবা বকাবকি করায় আত্মঘাতী কিশোর! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা এলাকায়।জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যার পর পড়াশোনা নিয়ে দশম শ্রেণির ওই কিশোরকে বকাবকি করেন তার বাবা। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও রাতে সকলের অবর্তমানে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেয় ওই ছাত্র। কিছুক্ষণের মধ্যেই বিষয়টি বুঝে পরিবারের লোকজন তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে অবস্থার আরও অবনতি ঘটলে ওই কিশোরকে আর জি কর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।পুলিস সূত্রে খবর, বছর তিনেক আগে ওই কিশোরের মা-ও বছর তিনেক আগে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিলেন। ফলে পরপর কয়েক বছরের মধ্যে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।