• দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের
    দৈনিক স্টেটসম্যান | ২৪ আগস্ট ২০২৫
  • বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে এগোচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি ঝাড়খণ্ডে প্রবেশ করবে। এর জেরেই দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টিপাত, উত্তাল হয়েছে সমুদ্র। ফলে আজ ও আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ জারি হয়েছে।

    আজ শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে মূলত মেঘলা আকাশের পাশাপাশি অনেক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা বেশি হতে পারে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হ্রাস পাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

    আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়।

    উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকলেও আজ ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসবে, যদিও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলতে পারে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)