বিজেপির রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজের গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার ভোরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থানার অন্তর্গত কলেজপাড়া এলাকায় জাতীয় সড়কের ধারে একটি মুদি দোকানে গিয়ে ধাক্কা মারে ওই গাড়ি।
দুর্ঘটনার সময় গাড়িতে অনন্ত মহারাজ স্বয়ং উপস্থিত ছিলেন না। গাড়িটিতে ছিলেন নিজেকে তাঁর ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ পরিচয়দানকারী এক মহিলা এবং এক যুবক। দুর্ঘটনার ফলে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর না হলেও আহত হন ওই মহিলা, যাঁর নাম নমিতা বর্মন। তিনি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।
সূত্রের খবর, দিল্লি থেকে সড়কপথে কোচবিহারের উদ্দেশে ফিরছিলেন তাঁরা। গাড়ির চালক ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় গাড়ি। আচমকা বিকট শব্দ শোনা যায়। এলাকার বাসিন্দারা গিয়ে দেখেন সাদা রঙের একটি ভিআইপি গাড়ি, যার গায়ে স্পষ্টভাবে লেখা রয়েছে ‘এমপি রাজ্যসভা’। প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বর্মন জানান, হঠাৎ বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায় এবং দেখেন, গাড়িটি দোকানের মধ্যে ঢুকে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে থানায় নিয়ে যায়।
তবে ঘটনার পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা এক অজ্ঞাতপরিচয় যুবকের বাইকে চেপে দ্রুত স্থান ত্যাগ করেন। গাড়িতে ছিল একাধিক বড় ব্যাগ, যা ঘিরেও প্রশ্ন উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। কী কারণে দুর্ঘটনা, যাত্রীদের প্রকৃত পরিচয় এবং তাঁদের গন্তব্যস্থল, সবদিক খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাঞ্চল্য ও গুঞ্জন। তদন্তের পরেই আসল সত্য সামনে আসবে বলে মত পুলিশ সূত্রের।