• প্রবল বৃষ্টিতে নদীর জলস্তর বৃদ্ধিতে দুর্ঘটনা, প্রাণের ঝুঁকি নিয়ে পুরুলিয়ায় ভেসে যাওয়া গাড়ি উদ্ধার স্থানীয়দের
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বর্ষায় একের পর এক নিম্নচাপের দাপটে টানা বৃষ্টিতে ভিজছে পুরুলিয়া। শুক্রবারও তার ব্যতিক্রম হয়নি। জেলায় গড়ে ২১.৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তর আজও জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতা। পাহাড়ি নদীতে বাড়ছে জল। বান্দোয়ানের আমলি জোড়ার জল বিপদসীমা ছাপিয়ে কজওয়ের উপর দিয়ে বইতে শুরু করেছে। আর সেখানেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। বান্দোয়ানের দিক থেকে বাড়ি ফেরার পথে ডাঙ্গরজুড়ি নদীর ব্রিজ পেরোতে গিয়ে নদীর আচমকা স্রোত টের পাননি গাড়িচালক। ফলে উপচে পড়া জলে ভেসে যাচ্ছিল একটি পিক-আপ ভ্যান। যদিও স্থানীয়দের সহায়তায় তা দ্রুত উদ্ধার করা হয়। প্রাণরক্ষা পান পিক-আপ ভ্যানে থাকা আরোহীরা।

    শনিবার সকালে প্রায় ৩০ জন যাত্রী বোঝাই একটি পিকআপ ভ্যান কুঁচিয়া কামিলাপাড়া থেকে রওনা হয়। স্থানীয় কুয়েরডি, আস্তাগোড়া-সহ অন্যান্য গ্রামের যাত্রীরা যাচ্ছিলেন বান্দোয়ান হয়ে ঝাড়খণ্ডে। ভালোপাহাড়ের কাছে আমলি জোড়ের কজওয়ে পার হওয়ার সময় আচমকাই জলের স্রোতে ভেসে যায় ভ্যানটি। মুহূর্তে চিৎকার-আর্তনাদে ভরে ওঠে এলাকা। তবে নদীর ওই এলাকার জলের গভীরতা বেশি ছিল না। সাঁতার কেটে কোনওরকমে আত্মরক্ষা করেন যাত্রীরা। ভ্যানে থাকা প্রায় সবাই অক্ষত অবস্থায় তীরে উঠে আসেন। কেউ গুরুতর জখম হননি বলে জানা গিয়েছে।

    স্থানীয়দের ক্ষোভ, প্রতিদিন এই কজওয়ের উপর দিয়ে জলের স্রোত বইছে। প্রশাসন থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও অনেকেই ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে পার হচ্ছেন। তাদের মতে, “ভাগ্য ভাল বলে প্রাণে বেঁচে গিয়েছেন সকলে। না হলে বড় বিপর্যয় ঘটত।” অন্যদিকে, টানা বৃষ্টিতে বান্দোয়ানের টটকো জলাধারে জল বেড়ে যাওয়ায় এদিন সব গেট খুলে দেওয়া হয়। জল ছাড়া দেখতে বহু মানুষজন ভিড় জমান। আর তারপরই এমন বিপত্তি।
  • Link to this news (প্রতিদিন)