• বচসার জেরে বৃদ্ধাকে বেধড়ক মারধর! বেলেঘাটায় মা-কে ‘খুনে’ আটক ছেলে
    প্রতিদিন | ২৪ আগস্ট ২০২৫
  • নিরুফা খাতুন: বৃদ্ধা মাকে বেধড়ক মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। তার জেরে মৃত্যু হল মায়ের! ঘরের মধ্যে থেকে উদ্ধার হল বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ। ঘটনার তদন্তে নেমে আটক করা হল তাঁর ছেলেকে। মৃতার নাম নন্দিতা বসু (৬৫)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, খাস কলকাতার বেলেঘাটা এলাকায়।

    জানা গিয়েছে, বেলেঘাটার কবি সুকান্ত সরণীতে নিজের বাড়িতেই বছর ৩৫-এর ছেলে মৈনাক বসুকে নিয়ে থাকতেন বৃদ্ধা নন্দিতা। আজ, শনিবার দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ বেলেঘাটা থানার পুলিশের কাছে খবর যায় নিজের বাড়িতে অচৈতন্য হয়ে পড়ে আছেন ওই বৃদ্ধা। পুলিশ সেখানে গিয়ে দেখতে পায়, দেহ ঠান্ডা। বৃদ্ধার মুখের কাছে রক্ত দেখা যায়। পুলিশ জানতে পারে, ওই বাড়িতে ছেলে মৈনাকের সঙ্গেই থাকতেন তিনি।

    এদিন কোনও কারণে বৃদ্ধা মাকে নির্মমভাবে মৈনাক মারধর করেন বলে অভিযোগ। তার জেরেই নন্দিতার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। মারধরে ছেলের হাতে ‘খুন’ হলেন বৃদ্ধা মা। পুলিশের প্রাথমিক তদন্তে সেই কথাই উঠে এসেছে। এরপরেই পুলিশ ছেলে মৈনাককে আটক করে থানায় নিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নীলরতন সরকার হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ছেলের সঙ্গে এদিন বেলায় কোনও বিষয় নিয়ে ওই বৃদ্ধার বচসা হয়। তারপরই মাকে বেধড়ক মারধর করে ছেলে! তাতেই মারা যান বৃদ্ধা। ঘটনা জানাজানি হতে এলাকায়ব চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু কেন এই নির্মমতা? কেন মাকে এমনভাবে মারধর? কোন বিষয় নিয়ে এদিন বচসা? সেসব প্রশ্নের উত্তর জানতে ছেলেকে জেরা করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)