• তপনের ফতেপুরে পাড়ায় সমাধানে ঝামেলা, মত্স্য কর্মাধ্যক্ষ গোলামের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের আসাদুলের
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
  • সংবাদদাতা, তপন: পাড়ায় সমাধান শিবিরের গণ্ডগোল গড়াল থানা পর্যন্ত। তৃণমূল কর্মী আসাদুল মোল্লা শুক্রবার রাতে তপন থানার দ্বারস্থ হয়ে দলেরই জনপ্রতিনিধি গোলাম ইয়াজদানি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে আসাদুলকে প্রাণে মারার হুমকি দিয়েছেন তপন পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ গোলাম। এবিষয়ে তপন থানার আইসি জনমেরি ভিয়ান্নে লেপচা বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    শুক্রবার ফতেপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পাড়ায় সমাধান শিবিরে তৃণমূলের দুই গোষ্ঠী বচসায় জড়ায় বলে অভিযোগ। কোন পাড়ার কাজ আগে নথিভুক্ত হবে, তা নিয়ে বচসা হয় আসাদুল ও গোলামের অনুগামীদের মধ্যে।   বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। সংঘর্ষও হয় বলে দাবি স্থানীয়দের।

    আসাদুলের অভিযোগ, গ্রামবাসীরা আমাকে সংসদের সভাপতির আসন দেওয়ার প্রস্তাব করলে গোলাম ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে  মারতে চায়। প্রাণে মেরে ফেলার জন্য আগ্নেয়াস্ত্রও বের করে হুমকি দেয়। বাড়িতে গিয়েও আসাদুলকে হুমকি দেয় গোলামের লোকজন। থানায় অভিযোগ দায়ের করলে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

    যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন গোলাম। তিনি বলেছেন, কাজ নিয়ে সামান্য বিতর্ক হয়েছিল। তার বাইরে কিছুই হয়নি। মিথ্যা অভিযোগ এনে আমাকে ফাঁসানোর চক্রান্ত হচ্ছে।

    দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে অস্বস্তিতে পড়েছে তৃণমূলও। তবে এই ঘটনাকে গোষ্ঠী কোন্দল বলে মানতে চাননি তপন ব্লক তৃণমূল সভাপতি সুব্রত রঞ্জন ধর। বলেছেন, এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও বিষয় নেই। সরকারি শিবিরে কাজ নিয়ে গ্রামবাসীদের মধ্যে বিবাদ হয়েছিল মাত্র।
  • Link to this news (বর্তমান)