• নাবালিকাকে ধর্ষণ, মধ্যমগ্রামে গ্রেপ্তার ১
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধ্যমগ্রাম শহরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক বৃদ্ধের বিরুদ্ধে। শনিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে আব্বাস আলিকে গ্রেপ্তার করেছে মধ্যমগ্রাম থানার পুলিস। নির্যাতিতার পরিবারের দাবি, এদিন বিকেলে নির্যাতিতা খেলতে বেড়িয়েছিল। সেই সময় তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সে বাড়িতে এসে তার মাকে সবটা জানায়। যদিও, অভিযুক্ত আব্বাসের পরিবার ঘটনাটি মানতে নারাজ। তাদের সাফাই, জমি সংক্রান্ত বিবাদের জেরে ফাঁসানো হল। এরপর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে প্রভাবশালীরা। সালিশি সভা ডেকে বিষয়টি মিটমাটের চেষ্টা করে তারা বলেও দাবি স্থানীয়দের। অভিযুক্ত আব্বাস এর আগেও একই ধরনের ঘটনায় একবার গ্রেপ্তার হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)