নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ। এই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়াল হাওড়ার গোলাবাড়ি থানার অরবিন্দ রোডে। পুলিস জানিয়েছে, মৃতের নাম অসীম দে (৬৩)। মৃতের পরিবারের তরফে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, সম্ভবত শ্বাসরোধ করে খুন করা হয়েছে বৃদ্ধকে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর হাওড়ার সালকিয়া রোডের ইন্দিরা ভবন নামের ওই আবাসনের একটি ফ্ল্যাটে মাঝেমধ্যে থাকতেন অসীমবাবু। গত বৃহস্পতিবার থেকে ওই ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। শুক্রবার সকাল থেকে তাঁর মোবাইল ফোন সুইচড অফ অবস্থায় পায় পরিবার। এর পরেই পরিবারের সদস্যরা ওই আবাসনের এক বাসিন্দাকে খোঁজ নিতে বলেন। আবাসনের বাসিন্দারা গিয়ে দেখেন অসীমবাবুর ফ্ল্যাটের দরজা ভেজানো। ঘরের মেঝেতে পড়ে রয়েছে অসীমবাবুর দেহ। থানায় খবর দেওয়া হয়। গোলাবাড়ি থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে।
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিট নাগাদ এক অজ্ঞাতপরিচয় যুবককে ওই ফ্ল্যাটে ঢুকতে দেখা যায়। প্রায় ঘণ্টাদুয়েক ফ্ল্যাটেই ছিল সে। ‘রহস্যজনক’ ওই ব্যক্তির হদিশ পেতে শুরু হয়েছে তল্লাশি। মৃতের স্ত্রী চৈতালি দে গোলাবাড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করেন। পরিবারের দাবি, অসীমবাবুর আঙুল থেকে চারটে আংটি উধাও। তাঁর মোবাইল ফোনটিরও হদিশ মেলেনি। হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘মৃতের শরীরে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। তবে, শ্বাসরোধ করে তাঁকে খুন করা হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই সবটা স্পষ্ট হবে।’