নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সন্ধ্যায় বসিরহাট সীমান্ত থেকে সন্দেহভাজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম নাজমুল সর্দার ওরফে নাজমুল গাজি। সূত্রের খবর, স্বরূপনগরের বিথারী-হাকিমপুর পঞ্চায়েতের বিথারী গ্রামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় নাজমুলের। তাঁর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরায়। বিয়ের পর কখনও শ্বশুরবাড়ি কখনও নিজের বাড়িতে থাকতেন তিনি। তবে বেশিরভাগ সময় থাকতেন ভারতেই। ফলে, তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিসের। শনিবার বসিরহাট পুলিস ও বিএসএফ যৌথভাবে অভিযান চালায় এলাকায়। সেখান থেকেই তাঁকে পাকড়াও করে। চলে দফায় দফায় জেরা। তাতে সদুত্তর না মেলায় নাজমুলকে গ্রেপ্তার করে পুলিস। আজ, রবিবার ধৃতকে রবিবার বসিরহাট আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিস। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক বাংলাদেশে নাজমুল গাজি ও ভারতে নাজমুল সর্দার পরিচয় নিয়ে থাকতেন। এনিয়ে বসিরহাট পুলিস জেলার এক কর্তা জানিয়েছেন, এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর আসল পরিচয় এখনও স্পষ্ট নয়।