• ইডির উপর হামলা: সন্দেশখালি পঞ্চায়েত সমিতির সভাপতিকে জেরা সিবিআইয়ের
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার সন্দেশখালি পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায়ের বাড়িতে হানা দিল সিবিআই। এদিন সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে তৃণমূল নেত্রীকে প্রায় ঘণ্টাচারেক জেরা করা হয়। জানা গিয়েছে, ২০২৪  সালের ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলার তদন্ত করতে ইডির তদন্তকারী দল যান তৃণমূলের তৎকালীন নেতা শেখ শাহজাহানের বাড়িতে। 

    সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে ইডির তদন্তকারী দল পৌঁছতেই মারমুখী হয়ে ওঠেন তাঁর অনুগামীরা। চারদিক ঘিরে চলে হামলা, ভাঙচুর। ইডি আধিকারিকদের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সেদিন অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা ছাড়া কোনও উপায় ছিল না। হামলায় আক্রান্ত হয়ে শেষমেশ খালি হাতেই ফিরতে হয় তদন্তকারীদের। সূত্রের খবর, ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় সেই সময়ও শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর নাম উঠে আসে। কিন্তু, তিনি সেই অভিযোগ অস্বীকার করেন। আগের মতো এদিনও অবশ্য জেরা প্রসঙ্গে মুখ খোলেননি তৃণমূল নেত্রী। একটা কথাও খরচ করেননি তদন্তকারীরাও।
  • Link to this news (বর্তমান)