শিয়ালদহে আক্রান্ত পড়ুয়ারা অসুস্থ, মারধরের ঘটনায় গ্রেপ্তার আরও ১
বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কারমাইকেল হস্টেলের আবাসিক পড়ুয়াদের মারধরের ঘটনায় ধৃত আরও এক। সব মিলিয়ে এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করল মুচিপাড়া থানার পুলিস। শনিবার ধৃত মহম্মদ হোসেনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক ২৬ আগস্ট পর্যন্ত তাকে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিকে, বুধবার রাতে বাংলা ভাষায় কথা বলার জন্য প্রহৃত চার পড়ুয়া গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। এদিন ফের প্রবল মাথা যন্ত্রণা, বমি হওয়ায় তাঁরা স্টুডেন্টস হেলথ হোমে গিয়েছিলেন। চিকিত্সকরা তাঁদের ভর্তির পরামর্শ দেন। কিন্তু পরীক্ষা থাকায় তাঁরা হাসপাতালে ভর্তি হতে পারেননি।
পুলিস সূত্রে খবর, সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে, মহম্মদ হোসেনের দোকানেই ওই পড়ুয়াদের সঙ্গে বচসা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই হোসেনের খোঁজ পায় পুলিস। এদিন ব্যাঙ্কশাল আদালতে হোসেনের আইনজীবী জামিনের আবেদন জানালে সরকারি কৌঁসুলি তার বিরোধিতা করেন। অন্যান্য অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিস। যে লাঠি, হকি স্টিক দিয়ে পড়ুয়াদের মারধর করা হয়েছিল, সেগুলি এখনও উদ্ধার হওয়া বাকি বলে খবর। এদিকে, এদিন বিকেলে হস্টেলের প্রাক্তনীরা আহত পড়ুয়াদের নিয়ে স্টুডেন্টস হেলথ হোমে এসেছিলেন। তাঁদের বক্তব্য, হাজরা ল’ কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া তারিক আলি ও স্নাতক স্তরের ছাত্র মাজহার ইসলাম গুরুতর অসুস্থ। এছাড়াও আরও দুই পড়ুয়ার শারীরিক সমস্যা দেখা দিয়েছে। শুক্রবার রাতেই তাঁদের মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছিল। সকাল থেকে ফের সমস্যা হওয়ায় তড়িঘড়ি স্টুডেন্টস হেলথ হোমে নিয়ে আসা হয়।