• নতুন আঙ্গিকে কাল থেকে জোড়া মেট্রো রুট খুলে যাচ্ছে
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের মেট্রো পরিবহণে ইতিমধ্যেই নয়া গতি এসেছে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি নয়া রুট ও জোড়া করিডোরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন। যার মধ্যে শুক্রবার থেকেই যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ অংশ। বর্তমানে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত আপ-ডাউনে চলাচল করছে মেট্রো। সোমবার থেকে শনিবার সারাদিনে এই মেট্রো পথে ১৮৬টি পরিষেবা মিলবে। সকাল সাড়ে ৬টায় দুই প্রান্তিক স্টেশন থেকে প্রথম রেক যাত্রা করবে। দিনের শেষ মেট্রো হাওড়া ময়দান থেকে রাত পৌনে ১০ টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে ৯টা ৪৭ মিনিটে ছাড়বে। ৮ মিনিট অন্তর এই পরিষেবা পাওয়া যাবে। গঙ্গার তলদেশ দিয়ে চলা এই মেট্রো রবিবার সারাদিনে ১০৪টি পরিষেবা দেবে। সপ্তাহের ছুটির দিনে ১৫ মিনিট অন্তর সকাল ৯টায় প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। দিনের শেষ মেট্রো সপ্তাহের অন্যান্য দিনের মতোই একই সময়ে ছাড়বে। অন্যদিকে, সোমবার থেকে কবি সুভাষ-বেলেঘাটা সম্প্রসারিত রুটে মেট্রো পরিষেবা চালু হবে। এতদিন তা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অর্থাৎ রুবি মোড় পর্যন্ত চলত। সপ্তাহের প্রথম কাজের দিনে সম্প্রসারিত রুটে সকাল ৮টায় দুই প্রান্তিক স্টেশন থেকে যাত্রী পরিষেবা চালু হবে। সোমবার থেকে শুক্রবার এই রুট চালু থাকবে। ২৫ মিনিট অন্তর সারাদিনে ৬০টি  পরিষেবা চলবে। এই করিডোরে দিনের শেষ মেট্রো রাত ৮টা ৫ মিনিটে দুই প্রান্ত থেকে যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। শনি-রবিবার এই রুট বন্ধ থাকবে। মহানগরীর সম্পূর্ণ নয়া রুট নোয়াপাড়া থেকে বিমান বন্দর (জয় হিন্দ) কাল থেকে বাণিজ্যিক দৌড় শুরু করছে। যাত্রীরা সোমবার থেকে এই রুটে যাতায়াত করতে পারবেন। দিনে ১২০টি পরিষেবা দিয়ে রুটের সূচনা হচ্ছে। সোমবার থেকে শুক্রবার ১০ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবেন আম জনতা। দিনের প্রথম পরিষেবা চালু হবে সকাল ৭টা ৫৮ মিনিটে। রাত ৮টায় দুই প্রান্ত থেকে শেষ মেট্রো পরিষেবা মিলবে। শনিবার ও রবিবার এই মেট্রো পথ বন্ধ থাকবে।   
  • Link to this news (বর্তমান)