• কিশোরীকে যৌন নির্যাতনে গ্রেপ্তার
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৬ বছরের এক কিশোরীকে ফুসলিয়ে মগরাহাটে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে তালতলা থানার পুলিস শুক্রবার গ্রেপ্তার করে এক যুবককে। ধৃতের নাম সামিন লস্কর। শনিবার ধৃতকে ব্যাঙ্কশালের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যা঩জিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী সপ্তাহে কিশোরীটির বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করার কথা। ইতিমধ্যেই কিশোরীর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।

    পাশাপাশি পুলিস হেফাজত শেষ হলেই অভিযুক্তকে কলকাতা নগর দায়রার বিশেষ পকসো আদালতে তোলা হবে। এদিন ধৃতের পক্ষ থেকে জামিনের আর্জি জানানো হয়। সরকার পক্ষ থেকে তাতে জোরালো আপত্তি তোলা হয়। শেষে বিচারক ধৃতের জামিনের আর্জি নাকচ করে দেন।
  • Link to this news (বর্তমান)