• গা-ঢাকা দিয়েছিলেন স্বরূপনগরে, বিএসএফের হাতে আটক বাংলাদেশের পুলিসকর্তা!
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার ভারতে গা-ঢাকা দেওয়া বাংলাদেশের এক পুলিসকর্তাকে আটক করল বিএসএফ। সূত্রের খবর, ওই পুলিসকর্তার নাম মহম্মদ আরিফুজ্জামান। শনিবার দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে স্বরূপনগর থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। জানা গিয়েছে, আরিফুজ্জামান বাংলাদেশের আর্মড পুলিসের ২ নম্বর ব্যাটালিয়নের সহকারী পুলিস সুপার হিসেবে ময়মনসিংহের মুক্তাগাছায় কর্মরত ছিলেন। তিনি শেখ হাসিনার আওয়ামি লিগের অত্যন্ত ঘনিষ্ঠ পুলিসকর্তা বলেই পরিচিত ছিলেন। সেই সূত্রেই তিনি ইউনুস সরকারের ‘টার্গেট’ হয়ে উঠেছিলেন। হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব থেকে উৎখাত করা হয় ২০২৪ সালের ৫ আগস্ট। ওই বছর ১৪ অক্টোবর থেকে কর্মস্থলে যাচ্ছিলেন না আরিফুজ্জামান। হাসিনা সরকারের পতনের পর আওয়ামি লিগ ঘনিষ্ঠ পুলিসকর্তাদের ‘ধরপাকড়’ শুরু হয়। তখনই তিনি সীমান্ত পেরিয়ে ভারতের স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের বাড়িতে গা-ঢাকা দেন বলে অভিযোগ। দীর্ঘদিন কাজে না যাওয়ার জন্য চলতি মাসের ১৭ তারিখে তাঁকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রক। বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা ‘জি’ ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার বিকেলে তেঁতুলিয়া এলাকায় থেকে তাঁকে আটক করে। ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এনিয়ে বিএসএফের তরফে রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে ঘটনার কথা স্বীকার করেছে পুলিসের একটি বিশ্বস্ত সূত্র। প্রসঙ্গত, চলতি বছর ৩ জুন এই জেলারই জগদ্দল থানার বাসুদেবপুর এলাকা থেকে হাসান আরাফত আবিদ নামে বাংলাদেশের পুলিস সুপার পদমর্যদার একজন এবং ২ আওয়ামি লিগ নেতাকে আটক করেছিল পুলিস। তবে তাঁরা বৈধভাবেই ভারতে ঢুকেছেন বলে পরে ছেড়ে দেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)