নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুটারে অন্য এক ব্যক্তির মোটরবাইকের নম্বর প্লেট ব্যবহার করার অভিযোগ। ওই ঘটনায় শুক্রবার হেয়ার স্ট্রিট থানার পুলিস সরফরাজ নামে এক স্কুটারচালককে পাকড়াও করে। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী শনিবার আদালতে বলেন, অভিযুক্ত স্কুটার চালক অন্য এক ব্যক্তিব মোটর সাইকেলের নম্বর প্লেট ব্যবহার করছিলেন। ফলে ট্রাফিক আইনভঙ্গের যাবতীয় আর্থিক গুনাগার দিতে হচ্ছিল মোটর সাইকেলের মালিককে। লালবাজারে অভিযাগ করা হয়। তার ভিত্তিতে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করা হয়। পুলিস তদন্তে নেমে অভিযুক্ত স্কুটার চালককে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। সরকার পক্ষ থেকে জামিনে আপত্তি জানানো হয়। যদিও আদালত ধৃতের জামিনের আর্জি মঞ্জুর করে।