নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টানা বৃষ্টিতে অতিষ্ঠ রাজ্যবাসী। এর মধ্যেই উঁকি দিচ্ছে ডেঙ্গু সংক্রমণের বাড়বাড়ন্ত হওয়ার আশঙ্কা। তাই আগেভাগেই জেলা প্রশাসনগুলিকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিল নবান্ন। শনিবার বিকেলে সব জেলাশাসকের সঙ্গে দেড় ঘণ্টা ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানেই তিনি এনিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, নাগরিকদের মধ্যে ডেঙ্গু নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রচারে জোর দিতে বলা হয়েছে। এখন রাজ্যজুড়ে চলছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির। সেখানে অংশ নিচ্ছেন এলাকার বাসিন্দারা। তাই ডেঙ্গু ঠেকাতে কী করণীয়, তা নিয়ে এই শিবিরেও প্রচার চালাতে বলা হয়েছে।
সূত্রের খবর, এদিনের বৈঠকে প্রত্যেক জেলাশাসক তাঁদের জেলার ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরেছেন। মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, মালদহ, বীরভূমের মতো বেশ কিছু জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিগত বছরের তুলনায় ডেঙ্গু আক্রান্তের হার কম থাকলেও গত কয়েক মাসের তুলনায় এখন সার্বিকভাবে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই প্রবণতা ঠেকাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে বলেছে নবান্ন। মাসখানেক পরেই দুর্গাপুজো। বিভিন্ন জায়গায় প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। বাঁশ পোঁতার জন্য গর্ত খোঁড়া হচ্ছে। সেই সব গর্তে জল জমে যাতে মশার আঁতুড়ঘর তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। সেই সঙ্গে নিয়মিত আবর্জনা পরিষ্কার নিশ্চিত করতে বলা হয়েছে। ছোটখাটো জলাশয়ে গাপ্পি মাছ ছাড়ার কাজ আরও বাড়াতে হবে। হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে কেউ জ্বর নিয়ে এলে গুরুত্বের সঙ্গে তাঁদের চিকিৎসা করতে হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যসচিব।