• জেবিএনএসটিএস: আজ পরীক্ষায় বসছে ১৪ হাজার ছাত্রছাত্রী
    বর্তমান | ২৪ আগস্ট ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যজুড়ে আজ জগদীশ বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের (জেবিএনএসটিএস) পরীক্ষায় বসতে চলেছে ১৪ হাজার ছাত্রছাত্রী। সিনিয়র ট্যালেন্ট সার্চের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। জুনিয়র ট্যালেন্ট সার্চের সময় দুপুর দু’টো থেকে বিকেল চারটে পর্যন্ত। রাজ্যে ৩৪টি পরীক্ষাকেন্দ্র রয়েছে। উত্তীর্ণরা বৃত্তি, বুক গ্রান্ট এবং অন্যান্য পুরস্কারের পাশাপাশি বিনাখরচে বিজ্ঞান বিষয়ক একাধিক ওয়ার্কশপে অংশগ্রহণ এবং কেরিয়ার কাউন্সেলিংয়ের সুবিধা পান। ছাত্রছাত্রীদের বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ বাড়াতে শিক্ষাদপ্তরের উদ্যোগে এই পরীক্ষা নিয়ে থাকে সংস্থাটি।
  • Link to this news (বর্তমান)