নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইমার্জেন্সি মেডিসিন বিভাগের একজন মহিলা হাউসস্টাফকে অকথ্য ভাষায় গালিগালাজ করবার অভিযোগ উঠল মেডিসিন বিভাগের এক পিজিটির বিরুদ্ধে। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে। সূত্রের খবর, মেডিসিন বিভাগের প্রথম বর্ষের ওই পিজিটি’র বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনাল কমপ্লেন কমিটি ঘটনার তদন্ত করছে। এ বিষয়ে আর জি করের রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডাঃ অনিকেত মাহাত বলেন, একেবারেই অনভিপ্রেত ঘটনা। কর্তৃপক্ষ তদন্ত করছে। আর জি কর সূত্রের খবর, এই ঘটনার উৎস আজকের নয়। ইমার্জেন্সিতে আসা রোগীদের চিকিৎসা নিয়ে ইমার্জেন্সি মেডিসিন এবং মেডিসিন বিভাগের চিকিৎসকদের একাংশের মধ্যে বেশ কয়েক মাস ধরে মতপার্থক্য ও বাগবিতণ্ডা চলছে।