নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বেশ কয়েকমাস ধরে নোয়াপাড়া থানা এলাকার বিভিন্ন জায়গায় বাইক, স্কুটি চুরির ঘটনা ঘটছিল। এতে জড়িতদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানও চালায় পুলিস। বাইক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবির আলি ওরফে দত্ত নামে এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। পাশাপাশি পুলিস ধৃতের কাছ থেকে দুটি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধারও করেছে। সাবিরের বাড়ি গারুলিয়ার লেনিননগর। পুলিস জানিয়েছে, ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাইক চুরির ঘটনায় জড়িতদের খোঁজ চালানো হবে। বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।