নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরের বিরুদ্ধে রাজ্য এবং দেশজুড়ে ২৫ থেকে ৩১ আগস্ট প্রতিবাদ সপ্তাহ কর্মসূচি পালন করতে চলেছে এসইউসিআই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পরিযায়ী শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে ২৮ আগস্ট রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবে তারা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ ধরে ছাত্র-যুব-শ্রমিক-কৃষক-মহিলা ফ্রন্টের উদ্যোগে আন্দোলন চালাবে।
এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, ‘এসআইআরের মাধ্যমে বিজেপি আসলে ঘুরপথে এনআরসি করতে চাইছে।’ জানা গিয়েছে, আপাতত এই ইস্যুতে একা আন্দোলন করলেও পয়লা সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবসের সমাবেশে অন্যান্য বামদলের সঙ্গে তারা যোগ দেবে। যদিও বিধানসভা নির্বাচনে বৃহত্তর বামঐক্যের প্রশ্নে চণ্ডীদাসবাবু বলেছেন, ‘কংগ্রেস বাংলা সহ সারা দেশে রাজত্ব করে পুঁজিবাদকে সেবা করেছে। তাই কংগ্রেসের সঙ্গে যুক্ত হয়ে বামপন্থী আন্দোলন হতে পারে না।’ কংগ্রেস না থাকলে কি বামদলগুলির সঙ্গে আসন সমঝোতা হবে? ‘তখন কথার ভিত্তিতে ঠিক হবে’, উত্তর চণ্ডীদাসবাবুর। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডল, প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর, এবং দলের পলিটব্যুরোর সদস্য অমিতাভ চট্টোপাধ্যায় প্রমুখ।