• তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সিঁথির বাড়িতে ফের সিবিআই তল্লাশি
    দৈনিক স্টেটসম্যান | ২৪ আগস্ট ২০২৫
  • শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে ফের সিবিআইয়ের তল্লাশি অভিযান। শনিবার বিকেলে সিঁথির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলার তদন্তকারী আধিকারিকও উপস্থিত ছিলেন এদিনের দলে।

    আগেও আরজি করের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি আর্থিক দুর্নীতির তদন্তে সুদীপ্তর বাড়ি ও সংলগ্ন নার্সিংহোমে তল্লাশি চালিয়েছিল সিবিআই। ইডিও গিয়েছিল ওই বাড়িতে এবং কয়েকটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল।

    প্রসঙ্গত, আরজি করের আর্থিক দুর্নীতির অভিযোগ প্রথম সামনে আসে চিকিৎসকের ধর্ষণ-খুন মামলার তদন্ত চলাকালীন। অভিযোগ, তিন বছরেরও বেশি সময় ধরে টেন্ডার জালিয়াতি ও সরঞ্জাম কেনাকাটার নামে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ হয়েছে হাসপাতালে। এই মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও কয়েকজন। গত ১৪ জুলাই চার্জগঠন হওয়ার পর বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

    ফলে সিবিআইয়ের এই হানায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে শনিবারের তল্লাশি কোন মামলার সূত্রে, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)